আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আজমিরীগঞ্জে অক্সিজেন সিলিন্ডার ও কোভিট-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নজমুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বেসরকারী সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ মোঃ আব্দুল মজিদ খান। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান সালেহা সুমি, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজবা উদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার সহ আজমিরীগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৫টি ইউনিয়ন পরিষদ, আজমিরীগঞ্জ পৌরসভা, উপজেলা পরিষদ ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট-১৯ এর সুরক্ষা সামগ্রী এবং আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান করোনা পরিস্থিতিতে জানমাল সুরক্ষার বিভিন্ন উপায় তুলে ধরেন। তিনি ১৫ই আগষ্টের স্মৃতিচারন করে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিশদ আলোচনা করে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সামনে পথ চলার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী করোনা মহামারীর এই বিপর্যয়ে সবাইকে এক থেকে করোনা প্রতিরোধ করার আহ্বান জানান। মাস্ক পড়া, বাইরে থেকে বাসায় ফিরে সাবান দিয়ে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার করার তাগিদ দেন। তিনি ১৫ আগষ্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকান্ড বিস্তারিত আলোচনা করে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সবাইকে কাজ করতে আহবান জানান।