স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে দিনে দুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। তাদের চাইনিজ কুড়ালের আঘাতে দুইজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সূত্রে জানা যায়, উপজেলার শ্রীমতপুর গ্রামের মাহিদুর রহমান মাহমুদের সাথে একই গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র আক্কাস আলীর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আক্কাস আলী, আজাদ মিয়া, খলিল মিয়া, পারভেজ মিয়া, নাজমুল, সফিকুন নুরসহ ১০/১৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে ইমামবাড়ি বাজারে মাহমুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এক পর্যায়ে তাকে বাঁচানোর জন্য আজিজুর রহমান (৭০) এগিয়ে এলে হামলাকারীরা তাকে ও মাহমুদকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। তাদের চিৎকারে স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়। দিনে দুপুরে এমন ঘটনায় ইমামবাড়ি বাজারে ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। স্থানীয় লোকজন মাহমুদ ও আজিজুর রহমানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এর মাঝে আজিজুর রহমানের অব¯’া আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।