স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক নেতা মোঃ আলতাব উদ্দিনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় তিনি শোক ও দুঃখ প্রকাশ করেন। এমপি আবু জাহির মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গে প্রতি গভীর সমবেদেনা জানিয়েছেন। তিনি বলেন, মোঃ আলতাব উদ্দিন ছিলেন আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তার ইন্তেকালে আওয়ামী পরিবার দুঃসময়ের কান্ডারীকে হারালো।