আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী আলিনগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ ১ কারবারিকে আটক করেছে। বিজিবি জানায়, গত (১৬ আগস্ট) সোমবার রাত ১০টা দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার, মোকাদ্দেছ আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আব্দুল নূর (৫২) নামে নামে এই কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে। হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের ধর্মঘর বিজিবি’র ক্যাম্প কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সীমান্তসহ এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।