মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের কাশিম নগর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক কারবারি মাধবপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের মোঃ মালেক মিয়া ছেলে মোঃ জয়নাল মিয়া (২৫)।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিমনগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর উত্তম কুমার এর নেতৃত্বে এ এস আই মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদে ভিত্তিতে চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর সাকিনস্থ হরিণখোলা গেইটের সামনে পাকা রাস্তা উপর এলাকায় অভিযান চালিয়ে ১০ (দশ) বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল মিয়া (২৫) কে আটক করা হয়। এ বিষয়ের সততা নিশ্চিত করে মাধবপুর থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান, আটক কৃত মাদক কারবারি বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।