স্টাফ রিপোর্টার ॥ বিএনপি নেতা ও মোহনপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি এম জি মাওলা সরদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন। শোক বার্তায় আলহাজ্ব জি কে গউছ বলেন- বিএনপি নেতা এম জি মাওলা ছিলেন একজন সাচ্চা দলপ্রেমিক মানুষ। বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের জন্য কাজ করেছেন। দলের সাথে অনেকই বিশ্বাস ঘাতকতা করেছেন কিন্তু এম জি মাওলা কোন দিন দলের সাথে বিশ্বাস ঘাতকতা করেননি। তিনি একজন পরোপকারী মানুষ ছিলেন। পৌরসভায় আমি মেয়রের দায়িত্বপালনকালীন সময়ে কোন দিন তিনি ব্যক্তিগত কোন কাজের জন্য আমার কাছে আসেননি। তিনি যখনই আসতেন কোন না কোন মসজিদ মাদ্রাসার জন্য, অথবা কোন মানুষের জন্য আসতেন। তিনি অনেক মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে কাজ করেছেন। একজন মানবিক মানুষ হিসেবে এম জি মাওলা ছিলেন অতুলনীয়। উনার মৃত্যুতে বিএনপি একজন নিবেদিত নেতাকে হারালো। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।