স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের কাসিমনগর ফাঁড়ি পুলিশ বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বারিউড়া গ্রামের আব্দুল আহাদ মিয়ার ছেলে মো. আক্তার মিয়া (৪৫)। গতকাল সোমবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর উত্তম কুমার এর নেতৃত্বে এ এস আই মোহাম্মদ গোলাম মোস্তফাসহ সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়।
তিনি জানান, গোপন সংবাদে ভিত্তিতে চেঙ্গারবাজার মাধবপুর রোডের দলগাঁও এলাকা অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। এর সততা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা হয়েছে।