মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল উদ্যোগে ২৮টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
গতকাল সোমবার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ২৮টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক গুল আহমেদ কাজল সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক লোকমান আহমদ খান ও খায়রুল বশর চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, হবিগঞ্জ পৌর সভার মেয়র জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, কুর্শী ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আহমেদ মুসা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, পোর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাস রানা, আওয়ামীলীগ নেতা গোলাম নবী, বজলুর রহমান, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলি, ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশা, ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, পৌর আওয়ামীলীগের সদস্য এটি এম রুবেল, ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম রুবেল আহমেদ, নাদির চৌধুরী, শাকিল আহমেদ, তারেক আহমেদ, সুজাতসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রধান অতিথির ব্যক্তব্যে সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, প্রবাসীদের হৃদ্যতার মানবিক কর্মকান্ডে নবীগঞ্জবাসীর হৃদয় ছুয়েছে। হৃদ্যতা মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংকটময় মুহুর্তে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে বিনমূল্যে করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সাপোর্ট সেন্টার খুলে প্রবাসীদের ভাবমূর্তি উজ্জল করেছে।