মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের বড় বাড়ি কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম নিটুর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিম ছাত্রদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। উক্ত অনুষ্ঠানে সিলেট তাঁতী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আরাফাত চৌধুরী আজাদ এর সঞ্চালনায় ও নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম অপুর সভাপতিত্বে এতে অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, সাবেক প্যানেল মেয়র এটি এম সালাম, দারুলউলুম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা এটি এম রুবেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক কামরুজ্জামান কমল, ছাত্রলীগ নেতা সাজু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের জন্ম হতো না। তিনি সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন ঘাতকরা সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জনকে নির্মমভাব হত্যা করা হয়েছিল। ভাগ্যগুনে দেশের বাহিরে থাকায় আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোটবোন শেখ রেহেনা বেঁচে ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আর কোন অশুভ শক্তি দেশের অগ্রগতি দমিয়ে রাখতে পারবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্ত বাংলাদেশে কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা বরদাশত করা হবে না। এ সময় তিনি উপস্থিত এতিম ছাত্রদের বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী জানার আহবান জানান।