স্টাফ রিপোর্টার ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধু আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানবতাবাদী মানুষ ছিলেন। এই মহান নেতার আদর্শ বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে নিরন্তর কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সাম্প্রদায়িক সম্প্রীতির সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান তারা। সভায় করোনা মহামারী থেকে সুরক্ষায় সকলকে নিয়ম মেনে মাস্ক পরিধান ও টিকা গ্রহণের আহবান জানানো হয়।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যানার্জীর সভাপতিত্বে ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, অ্যাডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস, ডা. অসিত রঞ্জন দাশ, অ্যাডভোকেট সূধাংশু সূত্রধর, অ্যাডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ, শংখ শুভ্র রায়, গৌতম কুমার রায়, অ্যাডভোকেট নারদ গোপ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন শংকর অধিকারী। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন প্রমথ সরকার। এর আগে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।