প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর ব্যবস্থাপনায় ২শ জন গরীব দুস্থ পরিবারের মাঝে মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে ব্যাটালিয়ন সদরে ৫০ প্যাকেট এবং অধীনস্থ বিওপি সমূহ ১৫০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে অন্ধকারতম দিন। এই দিনে শতাব্দির শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। সাথে সাথে স্মরণ করে বিশাল হৃদয়ের সেই মহাপ্রাণ মানুষটিকে যিনি তাঁর সাহস, ত্যাগ, ধৈর্য ও আদর্শের মধ্য দিয়ে এই দেশকে একটি স্বাধীন দেশ হিসেবে আত্ম প্রকাশ করিয়েছিলেন। এ উপলক্ষ্যে অত্র ব্যাটালিয়ন কর্তৃক কুরআন খতম, বিশেষ মোনাজাত এবং বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক, সহকারী পরিচালক, সুবেদার মেজর, জুনিয়র কর্মকর্তা, অন্যান্য পদবীর সৈনিক/অসামরিক কর্মচারী সদস্য এবং বিভিন্ন প্রিন্ট/ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গের উপস্থিতিতে করোনা ভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করা হয়।