মাধবপুর প্রতিনিধি ॥ অগ্নিকা- ও যে কোনও দুর্ঘটনা থেকে সাধারণ মানুষের যানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মাধবপুর পুলিশের, থানা কম্পাউন্ডারে ভিতরে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মাধবপুর থানা কম্পাউন্ডের ভিতরে মাধবপুর থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় এ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন মাধবপুর-চুনারুঘাট সার্কেল এএসপি মহসীন আল মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স মাধবপুরে ইনচার্জ মনোতোষ মল্লিক, মাধবপুর থানার ওসি মোঃ আব্দুল রাজ্জাক, ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম, সেকেন্ড অফিসার ফজলে রাব্বী, এস আই হুমায়ূন কবিরসহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা। পরে মাধবপুর থানার কম্পাউন্ডের ভিতরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নি নির্বাপণ প্রদর্শন ও মহড়া অনুষ্ঠিত হয়।