স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থেকে ৩৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার (১৪ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৩ আগস্ট) বিকেল ৩ টা ৪৫ মিনিটের দিকে মাধবপুরের ১ নম্বর ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর-হররষপুর গ্রামের ৩ নম্বর ওর্য়াডের সাউথ কাশিমনগর হাই স্কুলের থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, পরিত্যক্ত অবস্থায় গাঁজার চালানটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত মাধবপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।