ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ-শেরপুর রোডে অতিরিক্ত ভাড়া নেয়ার দায়ে ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি পরিবহণকে অর্থদ- করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা ও অর্থদ- করা হয়। জানা যায়, সকাল থেকে নবীগঞ্জ-শেরপুর রোডে অতিরিক্ত বিভিন্ন পরিবহণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয় এমন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ও এসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ সহকারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া ও স্বা¯’্যবিধি না মানার দায়ে বাসসহ ৯টি পরিবহনকে ৯টি মামলায় ২ হাজার ১শ টাকা অর্থদ- করা হয়। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করে বলেন, এমন অভিযান অব্যাহত থাকবে।