স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেল স্টেশনে সীমানা প্রাচীর নির্মাণের কারণে স্টেশন পার্শ্ববর্তী পূর্ব বেঙ্গাডুবা গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাচ্ছে। শতাধিক বছর ধরে ব্যবহৃত এ রাস্তাটি বন্ধ হয়ে গেলে হাজারও মানুষ চরম ভোগান্তিতে পড়বে। বিকল্প রাশস্তা না থাকায় গ্রামবাসী রেল কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোন ফল পাচ্ছেনা। রাস্তাটি বন্ধের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে স্থানীয় নোয়াপাড়া রেল স্টেশনে মানববন্ধন করে। এতে কয়েকশ’ মানুষ অংশ নেয়। এতে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোঃ সোহেল, বীর মুক্তিযোদ্ধা ইস্কান্দর মিয়া, ইউপি মেম্বার শহীদ মিয়া, মহিলা মেম্বার সাফিয়া খাতুন, সমাজকর্মী আম্বিয়া বেগম প্রমূখ। বক্তারা বলেন, রাস্তাটি বন্ধ হলে শিশু, মহিলা, শিক্ষার্থী, বয়োবৃদ্ধদের চলাচলে মারাত্মক বিনঘœ ঘটবে। এমনকি মৃতদেহ কবরস্থানে নিয়ে দাফন করারও কোন ব্যবস্থা থাকবেনা। সমস্যা সমাধানে মাধবপুরের উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রেলপথ মন্ত্রীর নিকট আবেদন করলেও কর্তৃপক্ষ প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।