শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে দালালসহ গ্রেফতার ৩ মৃত্যুর ২ দিন পর চুনারুঘাটের জহুর আলীর লাশ হস্তান্তর শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক শহরে ১০৯ বস্তা চিনিসহ এক পাচারকারী আটক আগামী মঙ্গলবার পইল ঐতিহ্যবাহি মাছের মেলা নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দায়েরের নিন্দা শহরের যানজট নিরসনে গুরুত্ব দিয়ে কাজ করবে পৌরসভা নবীগঞ্জ-রুদ্রগ্রাম রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন মাধবপুরে জাতীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির পিতার ইন্তেকাল ॥ এমপি মিলাদ গাজিসহ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদারের পিতা উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের বিশিষ্ট প্রবীণ মুরব্বি মোঃ আনছার শিকদার (৮০) আর নেই, ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ১৪ আগস্ট সকাল ৬টা ৫০ মিনিটে তাঁর নিজ বাস ভবনে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঐদিন বিকাল সাড়ে ৫টায় নিজ বাড়ীতে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের মামা মাওলানা আব্দুল মোছাব্বির। মৃত্যুকালে তিনির স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। এলাকায় একজন সাদা মনের মানুষ হিসেবেই তাঁর অত্যন্ত সুখ্যাতি ছিল। জানাজার নামাজে অংশ গ্রহন করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শাহ্ আবুল খায়ের, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক খলিলুর রহমান দুদু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি এটি,এম সালাম, সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, প্রেসক্লাবের বর্তমান সহ-সভাপতি শাহ্ সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, নির্বাহী সদস্য এম, মুজিবুর রহমান, এম এ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সলিল বরন দাশ, সদস্য এটি, এম, জাকিরুল ইসলাম, সদস্য নাবেদ মিয়া, সদস্য ছনি চৌধুরী, শিক্ষক আব্দুল মালিক, এলেমান আহমদ চৌধুরী, আবু হুরায়ুরা মামুন, সংবাদপত্র এজেন্ট মোশাহিদ মিয়া, সাংবাদিক নিয়ামুল করিম অপু, সাংবাদিক আলাল মিয়া, বিএনপি নেতা আবুল কালাম মিটু, আবু বক্কর, রাসেল আহমদ, মামুন আহমেদ, ব্যবসায়ী সুমন চৌধুরী, জাপা নেতা চাঁন মিয়া প্রমুখ। এতে অংশ গ্রহন করেন সাংবাদিক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লিগন। এদিকে সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com