বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় বাহুবল মডেল থানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী’র সহধর্মীনী পুনাক হবিগঞ্জ শাখার সভানেত্রী তাহেরা রহমানের সভাপতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা’র সহধর্মীনী এ্যানি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল সার্কেলের সহকারি পুলিশ সুপার আবুল খয়ের, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, বাহুবল মডেল প্রেস কাবের সভাপতি নূরুল ইসলাম নূর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।