প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মাধবপুর অঞ্চলের সংগঠক ছাতিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খাইরুল হোসেন মনু আর নেই। তিনি গতকাল শনিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তিনি ওই দিন বেলা ১১ টার দিকে ছাতিয়াইন ইউনিয়নের সাকুচাইল গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর হাসপাতাল নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাইরুল হোসেন মনুর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকেলে তার শ্বশুরবাড়ি শরিফাবাদ মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজ এবং সন্ধ্যায় মাধবপুর উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বেলা ১১ টায় ছাতিয়াইন হাই স্কুল মাঠে তৃতীয় নামাজে জানাজা এবং জোহরের নামাজের পর সাকুচাইল গ্রামে জানাজা শেষে দাফন করা হবে। খাইরুল হোসেন মনুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপা হবিগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জহিরুল হক শাকিল, বাপা হবিগঞ্জের সহ-সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, বাপা সদস্য আব্দুল কাইয়ূম। সংবাদপত্রে প্রেরিত এক শোকবার্তায় বিবৃতিদাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ফাতেমা-তুজ-জোহরা রিনা, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।