মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সোনাই ও কাস্ট্রি নদীতে অভিযানে চালিয়ে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট রিংক জাল জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ আগষ্ট) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাই ও কাস্ট্রি নদীতে এ অভিযান পরিচালনা হয়। অভিযানে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরে উপজেলা চত্বরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন, উপজেলা মৎস কর্মকর্তা ফরিদুল হক ও কর্মচারীবৃন্দ। মৎস্য কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, দেশীয় মাছের পোনা ও প্রজনক্ষম মাছ রক্ষার্থে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার সোনাই ও কাস্ট্রি নদীতে অভিযান পরিচালনা হয়।