স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। করোনা মহামারীর কারণে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকা সুযোগ কাজে লাগিয়ে কিছু অসাধু পুলিশ সদস্যদেরকে ম্যানেজ করে মাদক ব্যবসায়ীরা মাদক পাচার করছে। যদিও কিছু সংখ্যক মাদক ব্যবসায়ী র্যাব সদস্যদের হাতে ধরা পড়ে কিন্তু রাঘব বোয়ালরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। গত বৃহস্পতিবার মাধবপুর থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ মো. কবির (৪৯) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি কুমিল্লা জেলার কুমিল্লা সদর থানারও বাগিচাগাঁও এলাকার মৃত শাখাওয়াত উল্লাহ এর ছেলে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল ৩ টা ৪০ মিনিটে মাধবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকার ‘সুশান ফিলিং স্ট্যান্ড’ এর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অনেক মাদক ব্যবসায়ীরা জানান, প্রশাসনের কতিপয় সদস্যদের ম্যানেজ করেই তারা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। এরপর থেকেই ডিবি পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করছে।