আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় মতবিনিময় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, ইমাম, সাংবাদিক সুধীজন সহ গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান শিক্ষার মান উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে আহবান জানিয়ে বলেন, সুতাং নদী রক্ষায় যতাযত ব্যবস্থা সহ উপজেলার বুল্লা বাজারে যানযট নিরসনে বাসষ্ট্যান্ড স্থাপনের উদ্যোগ, মাছের অভায়শ্রম গড়ে তুলা সহ উপজেলার সার্বিক উন্নয়নে যতাযত ব্যবস্থা গ্রহন ও বাস্তবায়নের জন্য ব্যবস্থা করা হবে। মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, ওসি সাইদুল ইসলাম, করাব ইউনিয়ন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মাধ্যমিক শিক্ষা অফিসার জীবন কুমার দে, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, রিপোটার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, প্রাধান শিক্ষক আব্দুল মোত্তালিব, মেডিক্যাল অফিসার ডাঃ বায়েজিদ, কৃষি অফিসার শাকিল খন্দকার, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক প্রানেশ গোস্বামী, থানা মসজিদের ইমাম মহিবুর রহমান প্রমুখ। পরে প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ জনকে মালামাল সহ ভ্যানগাড়ি ও দুইজন পত্রিকা বিক্রেতার মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে দুটি বাইসাইকেল প্রদান করা হয়।