স্টাফ রিপোর্টার ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট, হবিগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাটির সাবেক প্রেসিডেন্ট, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ডিজিটাল ফটোকালার ল্যাব এর ব্যবস্থাপক এবং বাইতুল আমান জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব তকাম্মুল হোসেন কামাল সোমবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। গতকাল বেলা ২য় বায়তুল আমান জামে মসজিদে প্রথম জানাযা এবং রাজনগর পৌর কবর স্থান মসজিদে ২য় জানযা শেষে দাফন করা হয়।
পবিত্র ঈদুল আযহার পর ব্যবসায়ী নেতা ও রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল অসুস্থ হন। এরপর তার নমুনা পরিক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান ১ আগষ্ট তাকে আইসি ইউতে নেওয়া হয়। ২ আগষ্ট সোমবার দুপুরে তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয়। এরপর থেকে তার অবস্থার উন্নতি হয়নি। তকাম্মুল হোসেন কামাল লাইফ সাপোর্টে থাকা অবস্থায়ই ইন্তেকাল করেন।