স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র সাবেক সভাপতি ও বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক তোকাম্মুল হোসেন কামাল, শহরের বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব সিরাজুল ইসলাম ও ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র গোপের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি এক বিবৃতিতে তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন তারা তিনজনই তাদের নিজস্ব ক্ষেত্রে সফল ও আলোকিত মানুষ ছিলেন।