স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সরকারি উন্নয়ন প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় পুলিশ এক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার বিকালে বানিয়াচং থানার এসআই গৌতম সরকার একদল পুলিশ নিয়ে ৫নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করেন। তার নাম মোক্তার হোসেন (৩৬)। সে দৌলতপুর গ্রামের মাজু মিয়ার ছেলে। জানা যায়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মহসিন এন্ড ব্রাদার্স। কাজ চলাকালে এলাকার কতিপয় উশৃংখল প্রকৃতির লোক সাইড ম্যানেজার সহিদ মিয়া ও ঠিকাদারের ভাগ্নে সাইদুল হাসানের নিকট পাঁচ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে কাজ করতে দেবেনা মর্মে হুমকি দেয়। চাঁদা না পেয়ে গত ৭ আগস্ট তারা নির্মাণকাজের মাটি ফিলিংয়ের ব্যবহৃত ২০ ফুট লম্বা ২৫ টি পাইপ ভাঙচুর করে। এ ঘটনায় গতকাল সোমবার ঠিকাদার এমদাদুল হাসান শাহীন বাদী হয়ে বানিয়াচং থানায় চারজনের নামসহ ৭/৮ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-৫। মামলার দায়িত্ব পেয়ে এসআই গৌতম সরকার একদল পুলিশ নিয়ে আসামী ধরতে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। মামলার অন্যান্য পলাতক আসামীরা হলো দৌলতপুর গ্রামের তাহের মিয়ার ছেলে মুরছালিন মিয়া (৩৮), একই গ্রামের আব্দুল হাসেম মিয়ার ছেলে জামাল মিয়া (৪০) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার তেতুইয়া গ্রামের ক্ষৃত গিয়াস উদ্দিনের ছেলে হেলাল মিয়া (৪০)।