আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১ ডজন মামলার আসামি সেলিমকে ইয়াবা বিক্রয়কালে আটক করেছে পুলিশ। জেলা গোয়েন্দারা পুলিশ সূত্রে সোমবার (৯ আগষ্ট) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন এর সাথে দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আজহারুল ইসলাম এর নেতৃত্বে একদল শায়েস্তানগর কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় আটক কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমের দেহ তল্লাসী করে ৪২ পিস ইয়াবা উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের আব্দুল মালেকের পুত্র। এ ব্যাপারে, আজহারুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। আটক সেলিম ডজন খানেক মাদক মামলার পলাতক আসামিও।