এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে এক যুবক কুপিয়ে রক্তাক্ত জখম করে নিজেকে বাচাঁতে বাড়িতে হামলার নাটক সাজিয়ে ৯৯৯ এ কল দিয়ে নিজেই ফেঁসে গেলেন হামলাকারী সুচতুর কলেজ ছাত্র চন্দন বৈদ্য (২৪)। ঘটনাটি ঘটেছে রবিবার (৮ আগস্ট) রাতে উপজেলার জন্তরী গ্রামে। পুলিশ ভোর রাতে বাহুবল বোনের বাড়ি থেকে চন্দন বৈদ্যকে এবং বাড়ি থেকে তার ভাই পল্টন বৈদ্য কে গ্রেফতার করেছে। আহত বুলু দাশকে আশংকা জনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে থানায় মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউনিয়নের জন্তরী গ্রামের নগেন্দ্র বৈদ্যের কলেজ পড়ুয়া ছেলে চন্দন বৈদ্য ও তার ভাই পল্টন বৈদ্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের মৃত মহেন্দ্র ছেলে বুলু দাশ (৩২) কে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশংকা জনক অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। এদিকে হামলাকারী সুচতুর কলেজ ছাত্র চন্দন বৈদ্য রাতেই পালিয়ে গিয়ে বাহুবল থানা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপন করে ৯৯৯ এ কল দিয়ে তার বাড়িতে হামলা ও ভাংচুর হওয়ার ভুয়া খবর দেয়। সাথে সাথে ৯৯৯ থেকে নবীগঞ্জ থানায় ফোন দিয়ে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য বললে পুলিশ জন্তরী গ্রামে ছুটে যায়। সেখানে স্থানীয়দের সাথে আলাপ করে ঘটনার বিস্তারিত জেনে ৯৯৯ এ দেয়া খবর ভূয়া বলে জানতে পারেন এবং চন্দন বৈদ্য একই গ্রামের ভুলু দাশে আহতের ঘটনা জানতে পারেন। পরে চন্দনকে বাড়িতে না পেয়ে তার ভাই পল্টন বৈদ্যকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ওসি ডালিম আহমদের নির্দেশে এসআই অমিতাভ তালুকদার ও এসআই মোস্তাফিজুর রহমানের একদল পুলিশ ধুত পল্টন বৈদ্যের দেয়া তথ্য মতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ভোর রাত ৪ টার দিকে বাহুবল থানা এলাকা মৌরি গ্রামে বোনের বাড়ি থেকে সুচতুর চন্দন বৈদ্যকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আহত বুলু দাশের ভাই কানাই লাল দাশ বাদী হয়ে রাতেই সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন। সোমবার সকালে গ্রেফতারকৃত চন্দন ও পল্টনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ঘটনাটি নবীগঞ্জে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।