মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ ৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। উপজেলায় অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে যেগুলো জনগণ জানেন না। সেগুলো জনগণের সামনে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, কোন অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। কোন ঠিকাদার দলের নাম ও অন্য কোন নেতার নাম বিক্রি করে নিম্নমানের কাজ করলে তা মেনে নেওয়া হবে না। উপজেলা চলবে উপজেলার মত। সবাই নিজেদের সীমাবদ্ধতা বুঝতে হবে। গতকাল শনিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এডিপির অর্থায়নে উপজেলা পরিষদের গ্যারেজ নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আহম্মেদ তানজীর উল্লাহ সিদ্দিকী, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, মোঃ আইয়ুব খান, আওয়ামীলীগ নেতা তাজুল ইসলাম, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক রাজীব দেব রায় রাজু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ কাউছার মোল্লা, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ এরশাদ আলী, যুবলীগ নেতা শাহ মোঃ স্বপন প্রমুখ।