স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই দিনে ভার্চুয়াল আদালতে শুনানীতে ৬৮ জন হাজতি আসামি জামিনে বের হয়েছেন। তবে এদের মধ্যে অনেক আসামি জামিনযোগ্য অপরাধে আদালত বন্ধ থাকায় দীর্ঘদিন কারাগারে থেকেছেন বলে তাদের আইনজীবিরা জানিয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৮ আগস্ট ও ৯ আগস্ট দুই দিনে ভার্চুয়াল শুনানী হয়। এর মধ্যে ১২৮টি মামলার শুনানী হয়। ৪১টি মঞ্জুর ও ৮৭টি না মঞ্জুর, ৭টি মামলায় আত্মসমপর্ণ করে শুনানী হয়, এর মাঝে ৬টি মঞ্জুর, একটি না মঞ্জুর হলে ২৮ জন আসামি জামিন লাভ করে। হাজতি আসামির শুনানী হয় ৬৫টি, না মঞ্জুর হয় ৪৪টি, মঞ্জুর হয় ২১টি মামলা। জামিনে মুক্তি পায় ২২ জন। আত্মসমপর্ন মামলা ১৫টি, এর মাঝে ৪টি না মঞ্জুর ও ১১টি মঞ্জুর করা হয়। জামিনে মুক্তি পায় ২৪ জন। দুই দিনে মোট জামিনে মুক্তি পায় ৯০ জন আসামি। আর স্বেচ্ছায় হাজির হয়ে মুক্তি পেয়ে ৫২ জন। ভার্চুয়ালে শুনানী আগামি ১২ আগষ্ট পর্যন্ত চলবে বলে চীফ জুডিসিয়াল কোর্টের পেশকার আব্দুল হামিদ জানিয়েছেন।