নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রামের বাসিন্দা দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুল হাই আজাদ এবং গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াছমিনের মাতা ও সাংবাদিক ছনি চৌধুরী নানী জহুরা বিবি (৭৯) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি-ওয়া-ইন্না-এলাহি-রাজিউন)। গতকাল সোমবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করে তিনি। জহুরা বিবি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে নাতি-নাতনিসহ সংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার গজনাইপুর ইউনিয়নের কায়স্থগ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে জহুরা বিবিকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এদিকে জহুরা বিবির মৃত্যুতে পৃথক বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জহুরা বিবি কায়স্থগ্রামের মৃত আহসান উল্লার স্ত্রী, প্রবীণ সাংবাদিক ও দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রয়াত আব্দুল হাই আজাদ, গজনাইপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩) সাফিয়া ইয়াছমিনের মাতা, প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের শ্বাশুড়ি ও সাংবাদিক ছনি চৌধুরীর নানী।