রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

জেলায় শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন বানিয়াচং থানার ওসি এমরান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪০৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পুলিশের মাসিক কল্যাণ সভায় হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন। সোমবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ লাইন্স অনুষ্ঠিত জেলা পুলিশের আয়োজন মাসিক কল্যাণ সভায় পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় এমরান হোসেনের হাতে সন্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের সকল অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এসপি, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এই বিষয়ে কথা হলে মোহাম্মদ এমরান হোসাইন বলেন, এ অর্জন সম্মিলিত প্রচেষ্টার ফসল। কর্মক্ষেত্রে যে কোন পুরস্কারই কাজের পরিধি আরো বাড়িয়ে দেয়, পেশাগত দায়িত্ব পালনকালে সম্মানিত পুলিশ সুপার, সার্কেল এসপি মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছি। জনতাই পুলিশ, পুলিশই জনতা এটাকে লালন করেই আমার সর্বোচ্চ সেবাটুকু দিয়েই মানুষের পাশে থেকে আইনীভাবে সহযোগিতা করে যাচ্ছি। আমি বিশ্বাস করি আমরা চাইলেই একটা সুশৃংখল সমাজ আগামীর হাতে তুলে দিতে পারব। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনার শুরুতেই কঠিন পরিস্থিতিতে বানিয়াচং থানায় ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করি। যোগদানের পর থেকেই জীবনের মায়া ত্যাগ করে মানুষজনকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে ওসি মোহাম্মদ এমরান হোসাইন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গ্রাম্য দাঙ্গা রোধে দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় চিহিৃত চোর-ডাকাত, মাদকসেবী গ্রেফতারী পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে জেলার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। যা বিভিন্ন সময়ে মিডিয়ায় ফলাও করে সংবাদের শিরোনামও হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com