ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলায় ভার্চুয়াল আলোচনা সভা ও অসহায়দের মাঝে সেলাই মেশিণ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (৮ আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্ল্যা, বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসিসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ। পরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭জন অসহায় ও দারিদ্র নারীদের মাঝে মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।