আবুুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল, সেলাইমেশিন বিতরণ করা হয়। শনিবার ৮ আগস্ট দুপুরে মাধবপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন মহিলাকে সেলাইমেশিন বিতরণ করা হয়।