মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ইউনাটেড সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতায় ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আল-শিফা ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী।
ইংল্যান্ড প্রবাসী শামীম বুরহানী, ওয়ালী মিয়া (পিংকু), সেলিম বুরহানী, ফ্রান্স প্রবাসী জুনায়েদ মিয়া (জায়েদ), শাহিবুর রহমান, রিপন মাহমুদ, খোর্শেদ আলম মহিফ, সাব্বিরুল হক রুহেল, পার্থ সারতি দাশ, মুবিনুর রহমান সোহান, মোনায়েম চৌধুরীর উদ্যোগে রবিবার সকাল ১১ টায় বুরহানী ওয়ালফ এস্টেট ওসমানী রোডে ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে আল-শিফা ফ্রি অক্সিজেন সেবা সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।
সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের প্রতিষ্ঠাতা আকমল হোসেন আজাদ টিটুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াওর মিয়া, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল আলম সুমন, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক লোকমান আহমেদ খান, খয়রুল বশর চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক শেখ সইফা রহমান কাকলি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থানার এস আই মোঃ মুস্তাফিজুর রহমান, পৌর আওয়ামীলীগের সদস্য এটি এম রুবেল, বিশিষ্ট ব্যবসায়ী আঃ রকিব, নবীগঞ্জ ইউ সি বি ব্যাংকের অফিসার রেদোয়ান আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আহমদ জাকারিয়া অপু, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী, সাগর মিয়া, সামাজিক সংগঠন ইউনাইটেড নবীগঞ্জের সদস্যবৃন্দ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির ব্যক্তব্যে সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী বলেন, প্রবাসীদের হৃদ্যতার মানবিক কর্মকান্ডে নবীগঞ্জবাসীর হৃদয় ছুয়েছে। হৃদ্যতা মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংকটময় মুহুর্তে প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যানে বিনমূল্যে করোনা আক্রান্ত রোগীদের সেবায় অক্সিজেন সাপোর্ট সেন্টার খুলে প্রবাসীদের ভাবমূর্তি উজ্জল করেছে।