স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সার্কিট হাউজ সড়কের বাসিন্দা ও প্রথম শ্রেণির ঠিকাদার সিরাজুল ইসলাম (৭০) করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল রবিবার এশার নামাজের পর গ্রামের বাড়ি তেতৈয়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়। এর আগে ৫ আগস্ট অসুস্থ হলে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করা হয়। তিনি রবিবার সকাল ১০টায় করোনা পজেটিভ নিয়ে ঢাকায় মারা যান। সিরাজুল ইসলাম তেতৈয়া গ্রামের বাসিন্দা ও পুরান মুন্সেফী এলাকার বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী মরম আলীর পুত্র।