স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ছাতক থানায় কর্মরত অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত। আলোচিত ও চাঞ্চল্যকর মামলা, অপহরণ হয়ে যাওয়া শিশু ও দশম শ্রেণির ছাত্রী ডায়নাকে দ্রুত সময়ে উদ্ধার করা এবং কোলেস মামলার আসামি দ্রুত সময়ে গ্রেফতারসহ বহুল আলোচিত নদী পথে চাঁদাবাজি বন্ধে সাহসী অভিযান পরিচালনা করেন। সততা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করায় সুনামগঞ্জ জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম গত শুক্রবার সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করেন। পরে তিনি মোহাম্মদ নাজিম উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য মোহাম্মদ নাজিম উদ্দিন হবিগঞ্জ লাখাই, হবিগঞ্জ সদর মডেল ও শায়েস্তাগঞ্জ থানার ওসি হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে কর্মরত ছিলেন।