স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নছরতপুর এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুস সোবহান (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। জানা যায়, সদর উপজেলার বলবারচক গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আব্দুস সোবহানকে একটি ট্রাক ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করে।