রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের মাহমুদ আলীর মৃত্যু নিয়ে ধুম্রজাল নবীগঞ্জের দাউদপুরে হামলা সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ॥ আবারো রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা এলাকাবাসীর চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ দেশসেরা হাফেজ মুহিবুল্লাকে লাখাইয়ে সংবর্ধনা প্রদান ভাঙন পরিদর্শন শেষে পরিবেশবিদ শরীফ জামিল ॥ কুশিয়ারায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইলসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীগঞ্জ প্রেসক্লাবে যুক্তরাজ্য প্রবাসী কামরুল হাসান চৌধুরীকে সংবর্ধনা শ্রীমঙ্গলের সৌন্দর্য বৃদ্ধিতে সোলার লাইট স্থাপন আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক

আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপের পিতার মৃত্যুতে সমবেদনা জানাতে বাড়িতে প্রধানমন্ত্রীর পটোকল অফিসার আবু জাফর রাজু

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৬৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবাসী হবিগঞ্জ শিক্ষা উন্নয়ন সংস্থার সভাপতি, আল-আমওয়াজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি রাখাল কুমার গোপ (সিআইপি) এর পিতা আজমিরীগঞ্জের নোয়াগড় গ্রামের প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক দেবেন্দ্র কুমার গোপ’র মৃত্যুতে পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার বাড়িতে আসেন প্রধানমন্ত্রীর পটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপের বাড়িতে যান। এ সময় তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার প্রয়াত পিতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। পরে তিনি রাখাল কুমার গোপের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন- প্রয়াত প্রবীণ মুরুব্বী ও সমাজসেবক দেবেন্দ্র কুমার গোপ একজন ভালো মানুষ ছিলেন। তিনি যেমন এলাকার মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। তার ছেলে রাখাল কুমার গোপ প্রবাসে থেকে এলাকার উন্নয়নে কাজ করতেন। তিনি এলাকার শিক্ষার মান্নোয়নে স্কুল প্রতিষ্ঠা করেছেন। এখন তিনি নিজ এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করতে চাইছেন। আশা করি তিনি কলেজ প্রতিষ্ঠা করতে পারবেন। তার কলেজ প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা করা হবে। এর আগে তিনি আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপের নামে প্রতিষ্ঠিত মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং স্কুল প্রাঙ্গণে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন করেন। এ সময় তিনি বলেন-জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত ৩টি বৃক্ষরোপন (গাছ) লাগাতে হবে। তিনি বলেন- আর সেটা যদি না পারেন অন্তত একটা গাছ লাগালেও লাগাবেন। তো আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ আর একটা ভেষজ এই ধরনের গাছ লাগান এবং পরিবেশ রক্ষা করুন। এছাড়াও স্কুলে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র মহান মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিনের অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানগুলোতে ভার্চুয়ালে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি রাখাল কুমার গোপ। দিনভর কর্মসূচিতে উপস্থিত ছিলেন লুকড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসলাম ইসলাম কামরুজ্জামান, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, আজমিরীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী দাশ, ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা কৃষকলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জ্যোতিময় দাশ জ্যোতি, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল, জামাল আহমেদ, জলসুখা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শচীন্দ্র কুমার গোপ, জৌতিময় কুমার গোপ, সুপ্রীম কোর্টের আইনজীবি অ্যাডভোকেট সারোয়ার আলম, সাবেক মেম্বার শাহজাহান, মৌলভীবাজারের কুলাউড়ার আওয়ামীলীগ নেতা তাজ খান, ইমন আহম্মেদ, মিফতাউল ইসলাম, সৈয়দ জুয়েল, আওয়ামীলীগ নেতা রাখাল কুমার গোপের ভাতিজা স্বপন কুমার গোপ, রিপন কুমার গোপ, অধির চন্দ্র গোপ প্রমূখ। অতিথি প্রধানমন্ত্রীর পটোকল অফিসার-২ আবু জাফর রাজুকে রাখাল গোপের পরিবারের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com