স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে সিএনজি চালকদের হাতে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছেন। একদিকে যেমন অতিরিক্ত ভাড়া নিচ্ছে অন্যদিকে যাত্রীদেরকে পথে পথে নাজেহাল হতে হয়। এ সব বিষয়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী যাত্রীরা ধুলিয়াখাল-মিরপুর সড়ক অবরোধ করে রাখে। এ সময় এলাকাবাসীর সাথে চালকদের মারামারি হয়। এতে ৫ জন আহত হয়। জানা যায়, মহামারী করোনার কারনে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু এই অজুহাতে চালকরা পরিপূর্ন যাত্রী নিয়ে জেলার বিভিন্ন স্থানে চলছে। আবার চারগুন ভাড়া নিচ্ছে। গতকালও এ ঘটনা নিয়েই চালকদের সাথে কটিয়াদী-লস্করপুর এলাকার যাত্রীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে। এ বিষয়ে লস্করপুর এলাকার জালাল মিয়া জানায়, সিএনজির ক্যাশিয়ার কামাল মিয়া অতিরিক্ত যাত্রী ও ভাড়া নিয়ে চলাচলের জন্য চালকদের নির্দেশ দিয়েছে। বিনিময়ে তাকে অতিরিক্ত টাকা দিতে হয়। এর প্রতিবাদে কটিয়াদি এলাকার লোকজন জালালের নেতৃত্বে সড়ক অবরোধ করে। গতকাল দুপুরে সরেজমিনে গিয়ে এ দৃশ্য দেখা যায়।