নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জিলু মিয়ার সার্বিক সহযোগীতায় ও জাগো ডট নিউজ এর উদ্যোগে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। এতে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভা মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) আব্দুল কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমেদ খান, নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংবাদিক মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা সুমন, মেডিকেল অফিসার ইমরান আহমেদ চৌধুরী, হাসপাতালের ইপিআই টেকনেশিয়ান সৈয়দ তোয়াহা, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, সাংবাদিক ছনি চৌধুরী, জাগো ডট নিউজ এর স্টাফ রিপোর্টার কৌশিক আরাফাত শুভসহ প্রমুখ।