মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে টিসিবির পণ্য ন্যায্য মূল্যে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করেছে জনৈক ডিলার। খবর পেয়ে মালামাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গত মঙ্গলবার রাত ১০টায় গ্যানিংগঞ্জ বাজার থেকে ৪শ ৫০ কেজি চিনি ও ৫০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। ন্যায্য মূল্যের মালামাল অন্যত্র বিক্রি করায় টিসিবির ডিলার ও ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার একটি বিশ^স্ত সূত্রে খবর পেয়ে সদরের গ্যানিংগঞ্জ বাজারে অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। এ সময় গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী হাফেজ হোসাইন ট্রেডার্সের মালিক ইকবাল মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে বাজার কমিটির মাধ্যমে দোকানের তালা ভেঙ্গে ৪শ ৫০ কেজি টিসিবির চিনি ও ৫০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালগুলো ৩নং ইউপি চেয়ারম্যারন হাবিবুর রহমান এর জিম্মায় দেয়া হয়। যার মূল্য ২৭ হাজার ৫শ’ টাকা। উদ্ধারকৃত চিনিও ডাল বুধবার বিক্রি করে এ টাকা সরকারি কোষাগারে জমা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ডিলার মোতাব্বির ট্রেডার্স এর মালিক মোতাব্বির মিয়া ও দোয়াখানী মহল্লার লেছু মিয়ার পুত্র ব্যবসায়ী ইকবাল মিয়াকে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।