স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি টিএলসিসি’র বিশেষ সভা। মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সিলেট বিভাগ গ্রামীন এক্সেস সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচিত হবে। সভায় কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ জাহির উদ্দিন, পান্না কুমার শীল, গৌতম কুমার রায়, টিপু আহমেদ, শাহ সালাউদ্দিন আহাম্মদ টিটু, আলাউদ্দিন কুদ্দুছ, শফিকুর রহমান সিতু, প্রিয়াংকা সরকার, খালেদা জুয়েল ও শেখ সুমা জামান।