স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় ৫ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গত ২ আগস্ট বিকালে এই ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের অলক রায়ের সাথে জায়গা নিয়ে একই সাথের সুজিত রায়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধ পুর্ণ জায়গাতে গিয়ে সুজিত রায় অকথ্যভাষায় গালিগালাজ করে। এতে অলক রায় বাধা দিলে সুজিত রায় ক্ষিপ্ত হয়ে অলক রায়ের উপর আক্রমন করে। এ সময় অলক রায়কে রক্ষা করতে তার পরিবারের লোকজন এগিয়ে আসলে সুজিত রায়ের লোকজন তাদেরকেও মারপিট করে। পরে গুরুতর অবস্থায় অলক রায়, জিতু রায়, দিপ্ত রায়, দীপক রায়, ও ছোটন রায়কে স্থানীয় লোকজ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।