স্টাফ রিপোর্টার ॥ দেশব্যাপি কোভিড-১৯ প্রতিষেধক টিকা কার্যক্রমকে সফল করার লক্ষ্যে গতকাল দুপুর ১২:০০ টায় হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিট অফিসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও সহযোগিতায় হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোস্তাফিজুর রহমান এর নিকট পাঁচ হাজার মাস্ক ও পাঁচ শত বোতল হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করা হয় এবং এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুখলিছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন। হস্তান্তরকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হবিগঞ্জ ইউনিটের সেক্রেটারি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর সেলিমের পক্ষে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের জুনিয়র সহকারি পরিচালক শফিউল এলাম খন্দকার, রেড ক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরী, সাবেক যুব প্রধান পঙ্কজ কান্তি দাস। যুব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তুফা আক্তার, শাহ সুমি প্রমুখ।