স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ এর মাস ব্যাপী কর্মসূচি গ্রহন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ কর্তৃক মাস ব্যাপী কর্মসূচিতে ৫ই আগষ্ট বৃহস্পতিবার বাদ মাগরিব বঙ্গবন্ধুর জেষ্ট্য সন্তান শেখ কামালের জন্মদিন উপলক্ষে ব্রীকলেন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। লন্ডনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। নিহত বঙ্গবন্ধু ও পরিবারের রুহের মাগফেরাত কমনা করে ১৬ই আগস্ট বাদ মাগরিব ব্রীকলেন জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। যুক্তরাজ্য যুবলীগের বিভিন্ন ইউনিটের মাস ব্যাপী কর্মসূচিতে সকল স্তরের নেতৃবৃন্দকে অংশগ্রহন করার জন্য যুক্তরাজ্য যুবলীগ সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান আহবান জানিয়েছেন।