স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে উদ্ধার হওয়া আহত এক ব্যক্তিকে সদর হাসপাতালে ভর্তি করার ঘণ্টাখানেক পরেই মারা গেছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তাকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিয়ে ফেলে রেখে যায়। গতকাল বুধবার সকালে শায়েস্তাগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মারা যান ওই ব্যক্তি। সদর থানার পুলিশ ময়নাতদন্ত শেষে লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করেন।