নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আমড়াখাই গ্রামে পুর্ব বিরোধের জেরধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বদরুল ইসলাম (২৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। বুধবার বিকালে মটর সাইকেলের গতিরোধ করে স্থানীয় বাল্লারহাট বাজারে একদল সন্ত্রাসী তার উপর উপর্যুপুরি হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে বদরুলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছেন। আহত বদরুল ওই গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউপির আমড়াখাই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বদরুল ইসলামের সাথে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষে মামলা মোকদ্দমাও রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বদরুলের ভাই স্থানীয় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে গালিগালাজ করে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্তেজনা দেখা দিলে স্থানীয় লোকজন তা দমন করেন। খবর পেয়ে সাবেক চেয়ারম্যান সমর দাশ ঘটনার শালিসের উদ্যোগ নিয়ে উভয়ের সম্মতিতে আগামী রবিবার শালিস বিচারের তারিখ ধার্য্য করেন। এদিকে বুধবার (৪ঠা আগষ্ট) বদরুল ইসলাম বিকাল সাড়ে ৫ টার দিকে মোটর সাইকেল যোগে বাজারে আসা মাত্রই প্রতিপক্ষের লোকিজন সাইকেলের গতিরোধ করে বদরুলকে মারধর করে। এ সময় হামলাকারীরা তার পকেট থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন বদরুলকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। কতর্ব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।