লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রুহুল আমিন যোগদান করেছেন। সোমবার ইউএনও কার্যলয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং নবাগত সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। ৩৬ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ইতিপূর্বে সিলেট ও মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। সহকারী কমিশনার রুহুল আমিন সিলেটের সন্তান বলে যানা যায়।