স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফিল্ম তøাবের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক সুভাষ আচার্য্যরে পিতা লাখাইয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার আচার্য্য পরলোক গমন করেছেন। রবিবার রাত ১০ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন ৪টার দিকে প্রয়াতের জন্মস্থান লাখাইয়ের স্থানীয় শ্মশানে দাহ সম্পন্ন করা হয়। প্রয়াতের বড় ছেলে হবিগঞ্জ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক সুভাষ আচার্য্য ও ছোট ছেলে সরকারি চাকুরীজীবি বিশিষ্ট কিবোর্ড প্লেয়ার শ্রীবাস আচার্য্য। এ দিকে হবিগঞ্জ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক স্কুল শিক্ষক সুভাষ আচার্য্য ও ছোট ছেলে সরকারি চাকুরীজীবি বিশিষ্ট কিবোর্ড প্লেয়ার শ্রীবাস আচার্য্যরে পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ ফিল্ম ক্লাবের সভাপতি মুক্তাদির ইবনে সালাম, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি এসএম সুরুজ আলী, হবিগঞ্জের উদীয়মান কন্ঠ শিল্পী আব্দুল আউয়াল প্রমূখ। নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।