স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা শহরে করোনার অজুহাতে সিএনজি চালকরা ভাড়া নিয়ে নৈরাজ্য শুরু করেছে। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রীসহ ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চালকদের সাথে যাত্রীদের বাকবিতন্ডা হয়। গত ২৩ জুলাই থেকে সরকার লকডাউন ঘোষণা করে সারাদেশে গণপরিবহণ চলাচল নিষিদ্ধ করে। কিন্তু হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া ও ৫ জন যাত্রী নিয়ে বিভিন্ন রোডে চলাচল করছে স্বাস্থ্যবিধি না মেনে। অনেক চালকও যাত্রীরা মাস্ক না পড়েই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিন শহরের উমেদনগর স্ট্যান্ড থেকে শত শত সিএনজি অটোরিক্শা আজমিরীঞ্জ, শিবপাশা, বানিয়াচং, নবীগঞ্জসহ বিভিন্ন স্থানে চলাচল করছে। উমেদনগর থেকে শিবপাশার ভাড়া ১শ টাকা এবং কিন্তু বর্তমানে দেখা যায় ২/৩শ টাকা আদায় করা হচ্ছে। সেই সাথে যাত্রী নেয়া হচ্ছে ৫ জন। নবীগঞ্জ লাইনেরও একই অবস্থা। এছাড়া হবিগঞ্জ শহর থেকে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন ও নতুন ব্রীজের ভাড়া হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। কিন্তু নেয়া হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা। যাত্রীও ৫ জন। অনেক যাত্রীরা বাধ্য হয়ে কোনো পরিবহণ না পেয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কয়েকজন চালক জানান, পুলিশ আটক করলে ৩/৪ হাজার টাকা মামলা দেয়। তাই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া নিয়ে লুকিয়ে গাড়ি চালাচ্ছেন। হবিগঞ্জ জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখে অব্যশই ব্যবস্থা নেয়া হবে। ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান বলেন, চেকপোষ্ট বসিয়ে জরিমানা ও মামলা করা হচ্ছে। এরপরও লুকিয়ে চালানোর কারনে সিএনজি চলাচল বন্ধ করা যাচ্ছে না।