স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ইকরতলী গ্রামে দিন মঞ্জুর আলীর বড় ছেলে কুতুব আলী (৪১) পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রী, পিতার দেওয়া ২ শতক জমির উপর সেই বাঁশের বেড়া টিনের ছাপটা তৈরি করে ছোট তিন সন্তান ও এক স্ত্রী নিয়ে দিন যাপন করছেন অসহায় কুতুব আলী।
পারিবারিক সূত্রে জানা যায়, কুতুব আলী দীর্ঘদিন ধরে মেরুদ-ের হাড় ক্ষয় হয়ে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছেন,অর্থের অভাবের কারনে ভাল চিকিৎসা নিতে পারছেন না। কুতুব আলীর পরিবারের লোকজন জানান তাকে সুস্থ করতে ডাক্তার বলছেন মেরুদন্ডে অপারেশন করতে হবে। এজন্য অনেক টাকার প্রয়োজন। দিকে ডাক্তারের কথা শুনে কুতুব আলী পরিবারের যেন মাথায় আকাশ ভেঙ্গে পরার উপক্রম। কোথায় পাবে এত টাকা কি ভাবে হবে তার চিকিৎসা। ফিরে আসেন বাড়িতে এলাকার লোকজন কে জানানো হলে সকলেই সাহায্যের হাত বাড়িয়া দেন। সকলের সাহায্য নিয়ে গতকাল সকালে তাকে সিলেটের নর্থ ইষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। কুতুব আলীর পরিবারের লোকজন দেশ বিদেশে সকলের কাছে রোগমুক্তির জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।